২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন তদন্তে তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি

প্রকাশ :
সংশোধিত :

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগ তদন্তে গঠিত নির্বাচন তদন্ত কমিশন নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল ও তথ্য চেয়েছে। এই তথ্যগুলোর ভিত্তিতে নির্বাচনগুলোর প্রক্রিয়া বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুপারিশ তৈরি করবে কমিশন।
গত ২৯ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এই কমিশনকে চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
কমিশনের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচন কমিশন সচিবালয়কে প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা ও প্রাসঙ্গিক তথ্য দ্রুত সরবরাহ করতে হবে। সে অনুযায়ী কমিশন ইসিকে একটি চিঠির মাধ্যমে জরুরি ভিত্তিতে তথ্য সরবরাহের অনুরোধ জানিয়েছে।
যেসকল তথ্য চাওয়া হয়েছে-
১. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ/পুনর্নির্ধারণ সংক্রান্ত দলিল।
ক. সীমানা নির্ধারণের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর।
খ. সভার কার্যবিবরণী।
গ. সব পর্যায়ে উপস্থাপিত খসড়া প্রস্তাব।
ঘ. এতদসংক্রান্ত কমিশন সভার কার্যবিবরণী এবং ফাইল নোট।
ঙ. আপত্তির তালিকা এবং এগুলো নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় দলিল।
চ. জিআইএস তথ্য।
ছ. চূড়ান্ত প্রকাশিত তালিকা।
জ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
২. গণপ্রতিনিধিত্ব আদেশ এবং অন্যান্য আইনে/বিধিমালায় পরিবর্তন/সংশোধন/বিয়োজন সংক্রান্ত দলিল।
ক. আইনে যেসব পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল তার বিবরণ।
খ. আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠি এবং এগুলোর উত্তর।
গ. এতদসংক্রান্ত কমিশন সভার কার্যবিবরণী এবং ফাইল নোট।
ঘ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
৩. রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত দলিল।
ক. আবেদনকৃত দলের তালিকা।
খ. কমিশন কর্তৃক প্রাথমিক যাচাই-বাছাই প্রতিবেদন।
গ. সরেজমিন অনুসন্ধান প্রতিবেদন।
ঘ.এতদসংক্রান্ত কমিশন সভার কার্যবিবরণী এবং ফাইল নোট।
ঙ. চূড়ান্ত নিবন্ধিত দলের নাম।
৪. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
৪. ভোটগ্রহণকারী কর্মকর্তা সংক্রান্ত দলিল।
ক. সংশ্লিষ্ট নীতিমালা।
খ. এতদসংক্রান্ত কমিশন সভার কার্যবিবরণী এবং ফাইল নোট।
গ. স্থানীয় পর্যায়ে এতদসংক্রান্ত কার্যক্রমের নথি।
ঘ. ভোটগ্রহণকারী কর্মকর্তাদের তালিকা (এলাকা ও ফোন নম্বরসহ)।
ঙ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
৫. ভোট কেন্দ্র নির্বাচন-সংক্রান্ত সলিল।
ক. সংশ্লিষ্ট নীতিমালা।
খ. এতদসংক্রান্ত কমিশন সভার কার্যবিবরণী এবং ফাইল নোট।
গ. স্থানীয় পর্যায়ে এতদসংক্রান্ত কার্যক্রমের নথি।
ঘ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
৬. প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তা সংক্রান্ত দলিল।
ক. প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তাদের তালিকা।
খ. উক্ত নিয়োগ-সংক্রান্ত নথিসহ যাবতীয় দলিল।
গ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
৭. প্রার্থী মনোনয়ন সংক্রান্ত দলিল।
ক. আবেদনকৃত প্রার্থীদের তালিকা।
খ. যাচাই/বাছাই/আপিল প্রক্রিয়া/বাতিল সংক্রান্ত যাবতীয় নথি/কাগজপত্র।
গ. চূড়ান্ত প্রার্থী তালিকা।
ঘ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
৮. নির্বাচনী প্রশিক্ষণ দলিল।
ক. সব ধরনের প্রশিক্ষণ আয়োজনের সংখ্যা ও এগুলোর ব্যয়।
খ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
৯. ভোট প্রদানের হার দলিল।
ক. কেন্দ্রভিত্তিক ফলাফল বিবরণী।
খ. সার্বিক ফলাফল।
গ. ২০১৮ সালের নির্বাচনে ৯০-১০০% ফলাফল সংক্রান্ত তথ্য।
ঘ. ২০২৪ সালে কমিশন কর্তৃক ভোটপ্রদানের হার বৃদ্ধি সংক্রান্ত কাগজপত্র।
ঙ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
১০. নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত দলিল।
ক. নিবন্ধন-সংক্রান্ত যাবতীয় নথি দলিল।
খ. পর্যবেক্ষণ করতে ইচ্ছুক প্রতিষ্ঠানের অবেদন/প্রাসঙ্গিক তথ্য।
গ. চূড়ান্তভাবে অনুমোদিত পর্যবেক্ষণ তালিকা।
ঘ. পর্যবেক্ষণ প্রতিবেদন।
ঙ. বিদেশিদের সাওয়াত এবং ব্যয় সংক্রান্ত সংক্রান্ত নথি/সলিল।
চ. গোয়েন্দা সংস্থার প্রতিবেদন।
ছ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
১১. নির্বাচনী অভিযোগ সংক্রান্ত দলিল।
ক. দায়েরকৃত অভিযোগসমূহ এবং এগুলোর নিষ্পত্তি।
খ. ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ব্যয় সংক্রান্ত নথি/দলিল।
গ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
১২. নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত দলিল।
ক. নিরাপত্তা-সংক্রান্ত যাবতীয় নধি/দলিল।
খ. এতদসংক্রান্ত যাবতীয় ব্যয়।
গ. অন্যান্য প্রাসঙ্গিক দলিল।
১৩. ইভিএম সংক্রান্ত দলিল।
ক. তৈরি/ক্রয়/বুয়েট/মেশিন টুলস ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় নথি/দলিল।
খ. এতদসংক্রান্ত যাবতীয় ব্যয়।

